রংপুর মহানগর বিএনপির সভাপতি লালমনিরহাটে উদ্ধার
রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ৫ দিন নিখোঁজের পর লালমনিরহাট সদর থেকে উদ্ধার করেছেন র্যাব। মঙ্গলবার ভোরে লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকা থেকে র্যাব-১৩ তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে র্যাবের একটি দল তাকে মহেন্দ্রনগর থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করেন।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহাফুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে সকালে র্যাব থানায় সোপর্দ করেন।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাদা পোশাকধারী কয়েকজন র্যাব পরিচয় দিয়ে নগরীর শালবনস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে বলে পরিবারের লোকজন দাবি করছেন। মোজাফফরের স্ত্রী শাহিদা বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সাদা পোশাকে র্যাব পরিচয় দিয়ে ১০/১২ জন বাড়িতে এসে তাকে আটক করে নিয়ে যায়।
রবিউল হাসান/এসএস/এমএস