আজকের জোকস : ২৪ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২৪ নভেম্বর ২০১৫

স্বামী : ও গো শুনছ, একটু পর আমার একজন বন্ধু আসবে।
স্ত্রী : গাধা কোথাকার, করেছ কী? দেখো না ঘরের কী অবস্থা? ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু সব ছড়িয়ে-ছিটিয়ে আছে।
স্বামী : এই জন্যই তো ওকে আসতে বলেছি। গর্দভটা বিয়ে করার কথা ভাবছে!

****

ছেলে : ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে।
বাবা : গুড বয়, পড়।
ছেলে : পিতাদের এতো ঘুমানোর কী প্রয়োজন?

****

বাবা : স্কুলে তোমার কেমন চলছে খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে : আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, তোমার অফিস কেমন হচ্ছে?

****

প্রতিদিনের মতো রহমান সাহেব তার মেয়েকে ঘুম পাড়াচ্ছেন। মেয়ের ঘুম আসছে না দেখে রহমান সাহেব মেয়েকে রূপকথার গল্প শোনাচ্ছিলেন। এক ঘণ্টা পরে ঘরে শুধু মৃদুস্বরে গল্পের আওয়াজ পাওয়া গেল। দুই ঘণ্টা পরে নীরবতা। মিসেস রহমান এসে ফিসফিস করে জানতে চাইলেন, ‘ঘুমিয়ে পড়েছ?’
মেয়ে : হ্যাঁ মা, বাবা ঘুমিয়ে পড়েছে।

****

জনি একবার ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গেছে। গ্যালারিতে জনির পাশের চেয়ারেই বসেছেন এক বৃদ্ধ। বৃদ্ধের পাশের চেয়ারটা ফাঁকা।
জনি : চাচা, আপনার পাশের চেয়ারে কি কেউ বসবেন?
বৃদ্ধ : আমার স্ত্রীর বসার কথা, কিন্তু ও বেঁচে নেই।
জনি : ওহ! আমি দুঃখিত। আপনার কি কোনো আত্মীয় বা বন্ধুও ছিল না, যাকে আপনি সঙ্গে নিয়ে আসতে পারতেন?
বৃদ্ধ : না। ওরা সবাই আমার স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে গেছে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।