বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল কমিউনিটি ক্লিনিকের পাশের মুক্তিযোদ্ধা সড়কের উপর নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাউখালী-বরিশাল মহাসড়কে জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, বাবুল তালুকদার, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

"
উল্লেখ্য, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কর্তৃক ফলক উন্মোচিত এই ভাস্কর্যটি গত বুধবার (১৮ নভেম্বর) রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

হাসান মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।