ডিজিটাল ব্যবস্থার অপপ্রয়োগ ঠেকাতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

ডিজিটাল ব্যবস্থার পরিপূর্ণ সুবিধা গ্রহণের সঙ্গে সঙ্গে যেন এর অপপ্রয়োগ না হয় সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

সোমবার ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আত্মপ্রকাশ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আত্মপ্রকাশ করায় ইউজিসি চেয়ারম্যান তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ডিজিটালাইজেশনের পাশাপাশি শিক্ষার গুণগতমান উন্নয়নে আরও সচেষ্ট হতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।

নর্দান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ. ডব্লিউ এম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন, নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অবঃ) একতেদার আহমদ সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।