সিলেটের চা বাগানে রোমাঞ্চকর সাইকেল রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:৪১ এএম, ২০ মার্চ ২০২১

শুক্রবার সিলেটে চতুর্থবারের মত সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে মালনিছড়া চা বাগানে ‘সুপারক্রিট এমটিবি সাইকেল রেস’ অনুষ্ঠিত হয়েছে। রেসের দুই বিভাগে সারা দেশের ১১৫ জন রেসার অংশগ্রহণ করেন। নারী বিভাগে ১০ জন রেসার অংশ নেন। রেসে পুরুষদের জন্য ২৫ কিলোমিটার আর নারীদের জন্য ছিল ১৭ কিলোমিটার।

পুরুষ বিভাগে বিজয়ী হন মাহতাব ইবনে আজাদ, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ও তৃতীয় হয়েছেন তাহসিন আহমদ। নারী বিভাগে প্রথম হয়েছেন সাদিয়া সিদ্দিকী, দ্বিতীয় হয়েছেন মনিকা সিনহা এবং তৃতীয় হয়েছেন দোলা বড়ুয়া।

Cycling.jpg

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলো সুপারক্রিট সিমেন্ট। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন আলী কামাল সুমন, নুসরাত জাহান, রাফি শাহ এবং মোহাম্মদ আবদুল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাইক্লিং এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। আমার কাছে বেশ ভালো লাগে, যখন দেখি তরুণরা দল বেঁধে সাইক্লিং করছে। সাইক্লিং করার মাধ্যমে ভালো শরীরচর্চা হয়, মানুষ সুস্থ থাকে। তাই আমরা সাইক্লিংকে এগিয়ে নিতে চাই। আমি চাই এই সাইক্লিং আরও এগিয়ে যাক। তরুণসহ সকল বয়সীদের আগ্রহ বাড়ার পেছনে সিলেট সাইক্লিং কমিউনিটির বেশ বড় অবদান রয়েছে। আমরা এই সাইক্লিংকে এগিয়ে নিতে সবধরনের সহযোগিতা করব।

Cycling.jpg

রেস শেষে বিজয়ীদের হাতে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল রেসারদের মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড এর হেড অফ মার্কেটিং এহতেশাম চৌধুরী, আঞ্চলিক প্রধান জাফর সাদেক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

রেস পরিচালনায় ছিলেন ডা. ওরাকাতুল জান্নাত। রেসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন সৈয়দ সুহাগ, কাজী ওহিদ, হাসান আহমেদ, কামরুল ইসলাম এবং আবু সালেহ। এছাড়া আরওঁ উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং কমিউনিটির মডারেটর মোহাম্মাদ মিজান, রাজীব হাসান, আলবাব এইচ পারভেজ, ফয়েজ জামান, আবদুল্লাহ আল মামুন শরীফ ও মামুন শেখ প্রমুখ।

ছামির মাহমুদ/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।