জবাব দিচ্ছে সিলেট সুপারস্টারস
দিলশান মুনাবীরার পর মুশফিক-নাজমুলের ব্যাটে চিটাগাং ভাইকিংসকে দারুণ জবাব দিচ্ছে সিলেট সুপারস্টারস। ইনিংসের দ্বিতীয় ওভারে স্বদেশী তিলকারাত্নে দিলশানের বলে ছয়টি চার মেরে ২৪ রান সংগ্রহ করেন দিলশান মুনাবীরা। আজমলের বলে আউট হওয়ার আগে করেন ৬৪ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১২২ রান।
এর আগে তামিম ইকবাল ও ইয়াসির আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ পায় চিটাগাং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে চট্টগ্রামের দলটি।
ব্যাটিংয়ে নেমে দ্রুত চিটাগাং ওপেনার লঙ্কান তারকা দিলশান ফিরে যান। ইনিংসের দ্বিতীয় ওভারেই দিলশানকে শূন্য রানে মুমিনুল হকের তালুবন্দি করে ফিরিয়ে দেন সুবাশিষ রায়। দিলশান দ্রুত ফিরে গেলেও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম তুলে নেন টানা দ্বিতীয় অর্ধশত। মেন্ডিসের বলে আউট হওয়ার আগে ৬৯ রান করেন তামিম।
তামিম আউট হওয়ার পর ইনিংস বড় করার দায়িত্ব নেন ইয়াসির আলি। তিনিও তুলে নেন অর্ধশত। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে করেন ৫৩ রান। আর শেষ দিকে জীবন মেন্ডিস (২০) আর জিয়াউর রহমানের (১৫) ঝড়ো ব্যাটিংয়ে ১৮০ রান সংগ্রহ করে চিটাগাং ভাইকিংস।
আরটি/এমআর