রায়পুরে বিচারের আশ্বাসে কালক্ষেপণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৭ বছরের এক মানসিক প্রতিবন্ধীকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় এক জনপ্রতিনিধি বিচারের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
কেরোয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হোসেন আহাম্মদ ধর্ষণের আলামত নষ্ট করে অভিযুক্তের পক্ষ নিয়েছেন। এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন কিশোরীর মা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ১৭ নভেম্বর দুপুরে ওই গ্রামের এক রিকশা চালকের প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে তার স্ত্রী বাবার বাড়িতে যায়। এ সময় একই বাড়ির সদু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৭) ওই মেয়েকে কৌশলে তাদের পরিত্যক্ত একটি ঘরে ডেকে নেয়। এ সময় জোরপূর্বক হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে জাহাঙ্গীর। পরে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের অন্য লোকজন কিশোরীর পরিবারকে খবর দেয়। এরপর থেকে এ ঘটনার বিচার করে দেয়ার আশ্বাস দিয়ে তালবাহানা করছেন স্থানীয় ইউপি সদস্য।
এ ব্যাপারে ইউপি সদস্য হোসেন আহাম্মদ বলেন, আমার কাছে দুই পক্ষের লোকজন এসেছিলো। আমি কিশোরীর পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি। বিচারের নামে কালক্ষেপণের অভিযোগ সত্য নয়।
রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ধর্ষণের অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এআরএ/পিআর