নাটকীয়তার পর চট্টগ্রাম-সিলেট ম্যাচ শুরু


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৩ নভেম্বর ২০১৫

চরম নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে চিটাগাং ভাইকিংস এবং সিলেট সুপারস্টারসের খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সুপারস্টারসের বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে জটিলতার কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হয়েছে এ ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান।

এদিন বেলা ১টা ৩০ মিনিটে টস হবার কথা থাকলেও ২৬ মিনিট বিলম্বে বিপিএলের তৃতীয় ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট সুপারস্টারস। নির্ধারিত সময়ে টস করতে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম মাঠে ম্যাচ রেফারির সঙ্গে দাঁড়িয়ে থাকলেও সেখানে দেখা যায়নি প্রতিপক্ষের অধিনায়ক মুশফিকুর রহিমকে।

টসে হেরে ব্যাট হাতে নামেন চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান। তবে, অনাপত্তিপত্র না থাকা সিলেটের দুই খেলোয়াড় মাঠে নামায় তারা আবার ড্রেসিং রুমের পথে ফিরে যান। এ নিয়ে চলে প্রায় প্রায় এক ঘণ্টা দেন দরবার চলার পর অবশেষে অনাপত্তিপত্র ছারা সিলেটের দুই খেলোয়াড়কে ছাড়া মাঠে নামলে খেলতে সম্মত হয় চিটাগাং ভাইকিংস।

সিলেট সুপারস্টারস:

মুশফিকুর রহিম (অধিনায়ক),মুমিনুল হক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন মিলন শুভাশিস রয়, দিলশান মুনাবেরা, নাসুম আহমেদ ও অজন্তা মেন্ডিস।

চিটাগাং ভাইকিংস :

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মোহাম্মদ আমির, সাঈদ আজমল, তিলকারাত্নে দিলশান, জীবন মেন্ডিস।


আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।