জাপানে মন্দিরের টয়লেটে বিস্ফোরণ
জাপানের রাজধানী টোকিওর ইয়াসুকুনি মন্দিরের একটি পাবলিক টয়লেটে বিস্ফারণের ঘটনা ঘটেছে। সোমবার সকালের দিকের এ বিস্ফোরণে টয়লেটের দেয়াল ও মেঝে ধসে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
টোকিও মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ব্যাটারি এবং কিছু বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ইয়াসুকুনি মন্দিরে হামলার উদ্দেশ্যেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মকতা, পুলিশ ও বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থল পৌঁছেছেন।
বিস্ফোরণে মন্দিরটির টয়লেটের দেয়ালে ৩০ সেন্টিমিটার একটি গর্ত তৈরি হয়েছে বলে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে। জাপানে সোমবার সরকারি ছুটির দিন থাকায় শিন্ত ধর্মাবলম্বীদের ওই মন্দিরটিতে জনসমাগম অন্যান্য দিনের চেয়ে বেশি ছিল। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে মন্দিরটিতে ভ্রমণ স্থগিত করা হয়েছে।
ইয়াসুকুনি মন্দিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাপানের সব দলের নেতাকর্মীরা মন্দিরটি পরিদর্শন করে থাকেন।
এসআইএস/এমএস