পাকিস্তানের মন্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৩ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ব্যাপারে কড়া প্রতিবাদ ও ব্যাখ্যা চাইতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান। বৈঠক সূত্র জাগো নিউজকে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বৈঠকে অংশ নেয়া মন্ত্রিসভার একজন সদস্য কথা বলেন জাগো নিউজের সঙ্গে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে কঠোর প্রতিবাদ জানতে হবে। পাকিস্তান এটা করতে পারে না।

এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেন, ইতোমধ্যে হাই কমিশনারকে তলব করা হয়েছে।

এর আগে রোববার রাত ১২টা ৫৫ মিনিটে বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এ দুই নেতাকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পর পরই এক বিবৃতিতে উদ্বেগের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর দুর্ভাগ্যজনক । আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করলাম।

এসএ/এআরএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।