শাহবাগে জড়ো হচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৩ নভেম্বর ২০১৫

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ করতে শাহবাগে জড়ো হচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সোমবার সকাল থেকেই অবস্থান নেয়ার কথা থাকলেও সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ শুরু করেননি তারা।

সরেজমিনে দেখা গেছে, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ অন্তত ১৫-২০জন কর্মী জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সব নেতাকর্মীরা আসার পর তারা হরতালবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবেন বলে জাগো নিউজকে জানান ইমরার এইচ সরকার।

gonojagoron

তিনি জানান, দুপুরের দিকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হবেন। তখন আনুষ্ঠানিকভাবে তারা হরতালবিরোধী কর্মসূচি শুরু করবেন।

এদিকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু না হলেও মাইকে প্রতিবাদী সংগীত চালিয়ে নিজেদের অবস্থার জানান দিতে দেখা গেছে গণজাগরণ মঞ্চের কর্মীদের।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।