ইসরাইল সফরে যাচ্ছেন জন কেরি


প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২২ নভেম্বর ২০১৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্য সফরকালে ইসরাইল যাচ্ছেন। ২০১৪ সালের গ্রীষ্মের পর এটাই ইসরাইলে তার প্রথম সফর। তিনি রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রাচ্য সফর করছেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এ কথা বলেন।

কেরি আবুধাবি, তেলআবিব, জেরুজালেম ও রামাল্লা যাবেন। এ সময়ে তিনি ইসরাইল-ফিলিস্তিন সহিসংতা, সিরিয়া ও ইসলামিক স্টেট নিয়ে আলোচনা করবেন।

কিরবি বলেন, আবুধাবিতে কেরি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক রাজনীতি এবং নিরাপত্তা বিশেষ করে সিরিয়া নিয়ে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

তেলআবিব, জেরুজালেম ও রামাল্লায় জন কেরি সিরিয়া, আইএস এবং ইসরাইল-ফিলিস্তিন সহিসংতা বন্ধে অব্যাহত আলোচনাসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করবেন।

উল্লেখ্য, অক্টোবরের শুরু থেকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতায় ৮৬ ফিলিস্তিনি ও ১৫ ইসরাইলি প্রাণ হারিয়েছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।