সাকা ও মুজাহিদের গায়েবানা জানাজা থেকে আটক ২
বিনা অনুমতিতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুজাহিদ ও সাকা চৌধুরীর গায়েবানা জানাজায় অংশ নেয়ায় দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ আল-কাউছার ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াত কর্মী জাকির হোসেন (৬৬)।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জাগো নিউজকে জানান, সকালে পুলিশি পাহারায় হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদে আল-কাউসার স্কুল ও ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে গায়েবানা জানাজার নামাজ আদায় করছিলেন জামায়াত কর্মীরা। এ সময় সেখান থেকে দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জাগো নিউজকে জানান, বিনা অনুমতিতে গায়েবানা জানাজায় যোগ দেয়ায় এ দণ্ড দেয়া হয়েছে।
ইকরাম চৌধুরী/এআরএ/পিআর