সরকার দেশকে মিছিল শুন্য করেছে : রব


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২২ নভেম্বর ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আন্দোলনের ভয়ে সরকার দেশকে মিছিল শুন্য করে ফেলেছে। প্রতিবাদকে অবরুদ্ধ করে ফেলেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল খুলনা জেলা শাখার কাউন্সিল প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রোববার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রব বলেন, এই মিছিল ছিল অন্যায়-অত্যাচার-শোষণ-নিপীড়নের বিরুদ্ধে বড় হাতিয়ার। মুক্তিযোদ্ধা অ্যাড. আফম মোহসিনের সভাপতিত্বে কাউন্সিলে বক্তৃতা করেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাবেক এমপি এমএ গোফরান, নগর সভাপতি লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা নরুল ইসলাম খোকন, নুরুজ্জামান খোকন, মাহতাব উদ্দিন কুদ্দুস, আবু বক্কর সিদ্দিক, এলপি গাইন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আবদুল মালেক প্রমুখ।

আসম রব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে দলীয় নিয়ন্ত্রণে রাখার প্রতিযোগিতায় রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। সংবিধানসহ সকল রাষ্ট্রিয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। জনগণকে দুর্বল করে দেয়া হয়েছে। ফলে রাষ্ট্র আজ খুবই সঙ্কটের মধ্য পড়েছে। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।