বোমার হুমকিতে তুরস্কগামী বিমানের জরুরি অবতরণ
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান বোমা হুমকির কারণে পথ পরিবর্তন করে কানাডায় অবতরণ করেছে। ২৫৬ আরোহী নিয়ে বিমানটি কানাডার পূর্বাঞ্চলের হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার পুলিশ বোমার হুমকি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা। ফ্রান্সের প্যারিসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হওয়ার এক সপ্তাহ পরেই এ ঘটনাটি ঘটলো।
রয়্যাল কানাডিয়ান পুলিশ ফোর্স টুইটার বার্তায় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০ টা ৫০ মিনিটে তারা বোমার হুমকির বিষয়টি জানতে পারে। তবে এরই মধ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।
বোমার হুমকির কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের দুটি বিমানও পথ পরিবর্তন করে। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যরা তল্লাশি চালিয়ে বিমান দুটিতে কোনো হুমকি নেই বলে জানায়।
এসআইএস/পিআর