বিএনপির ভূমিকা নিয়ে ব্যথিত অ্যাটর্নি জেনারেল


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ নভেম্বর ২০১৫

সারাদেশে মানুষ যেখানে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় কার্যকর করা নিয়ে উৎফুল্ল, সেখানে বিএনপির ভূমিকা নিয়ে তিনি ব্যথিত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন।

এছাড়া সংবাদ ব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সুপ্রিম কোর্টের অবকাশের আগেই জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি শেষ হতে পারে।

তিনি বলেন,  রায় প্রতিক্রিয়ায় সমস্ত জাতি যেমন স্বস্তি বোধ করেছে আমরাও স্বস্তি বোধ করছি। এই রায় কার্যকরের মাধ্যমে একটা জিনিস প্রতিষ্ঠা হয়ে গেল যে অপরাধ একটা করে দিন পার হয়ে গেলেই পার পাওয়া যায় না।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ সরকার ক্ষমতায় না থাকলে এ বিচার হতো না। যারা ক্ষমতায় থাকেন তাদের চরিত্র কি সেটা দেখতে হবে। দুজনের দণ্ড কার্যকর হওয়ার পর সারাজাতি যেখানে স্বস্তিবোধ করছে সেখানে একটি রাজনৈতিক দলের বক্তব্যে আমি খুব ব্যথিত হয়েছি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহবুবে আলম বলেন, মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি চলছে। ইতোমধ্যে বেশ কয়েকদিন শুনানি হয়েছে। চলতি সপ্তাহেও হবে। আশা করছি সুপ্রিমকোর্টের অবকাশ শুরু হওয়ার আগে অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আসামিপক্ষের পর আমি শুনানি করবো। তবে আমি বেশি সময় নিবো না।

তিনি বলেন, এটা আমার প্রত্যাশা। যদি এর মধ্যে অন্য কোনো মামলা এসে যায়
তাহলে ভিন্ন কথা।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।