এসএমপির ১৩৫ পুলিশ সদস্যের পদোন্নতি


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২১ নভেম্বর ২০১৫

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ১৩৫ সদস্যকে বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয়েছে। শনিবার বিকেল ৩টায় নগরীর নাইওরপুলস্থ এসএমপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাদের পদোন্নতির ব্যাচ পরিয়ে দেয়া হয়। এসএমপি কমিশনার কামরুল আহসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন পদোন্নতি প্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন।

সিলেট মহানগর পুলিশের কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এসএমপি গঠনের পর একসঙ্গে বিপুল সংখ্যক এই পুলিশ সদস্যের পদোন্নতি এই প্রথম।

এসএমপি সূত্র জানায়, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ১৫ জন, কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে ১১৩ জন, কনস্টেবল হতে এটিএসআই পদে ছয়জন এবং এটিএসআই হতে টিএসআই পদে একজনকে পদোন্নতি দেয়া হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকৃত পুলিশ বাহিনীতে ৫০ হাজার নতুন জনবল সৃজনের ধারাবাহিকতায় সিলেট মহানগর পুলিশের জন্য ৬৬০ জন নতুন জনবল মঞ্জুর করা হয়।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার একজন, উপ-পুলিশ কমিশনার দুইজন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছয়জন, পরিদর্শক ১২ জন, এসআই পদে ৮৪ জন, সার্জেন্ট পাঁচজন, এএসআই ১১০ জন, এটিএসআই পাঁচজন, নায়েক পাঁচজন, কনস্টেবল ৪০০ জনসহ অন্যান্য পদে ৩০ জনসহ মোট ৬৬০ জনকে নতুন করে এসএমপিকে দেয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর শুক্রবার উক্ত মঞ্জুরিকৃত জনবলের বিপরীতে বিভিন্ন পদে ১৩৫ জন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের পদোন্নতি প্রদান করা হয়েছে।

ছামির মাহমুদ/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।