দারুণ কিছুর প্রত্যাশা সাঙ্গাকারার


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু হচ্ছে রোববার। এবারের আসরে ঢাকা ডাইনামাইটসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌছেই অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন। দারুণ রোমাঞ্চিত এই লিজেন্ড আশা করছেন জমজমাট একটি লড়াইয়ের।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে সাঙ্গাকারা বলেন, “এই টুর্নামেন্টটা একটু ভিন্ন ধরনের। এখানে আন্তর্জাতিক এবং স্থানীয় খেলোয়াড় আছে। বিপিএলের তৃতীয় সংস্করণে ভালো খেলার জন্য খেলোয়াড়রা সবাই মুখিয়ে আছে। আমি প্রথমবার বিপিএল খেলছি। আশা করছি দারুণ কিছু হবে। আমিও রোমাঞ্চিত।”

নিজের দল নিয়ে দারুণ আশাবাদী সাঙ্গাকারা।দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গড়া ডাইনামাইটস ভালো কিছু করবে বলে প্রত্যাশা করছেন এই লঙ্কান তারকা।

“আমাদের পুরো স্কোয়াড নিয়ে আজ (শনিবার) অনুশীলন করছি। স্কোয়াড বেশ ভালো। স্থানীয় কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলা বিদেশিরাও আছে। ফলে দারুণ কিছুর প্রত্যাশা করছি।”

অধিনায়ক হিসাবে একজন বিদেশি হয়ে দেশি খেলোয়াড়দের কিভাবে নিয়ন্ত্রণ করবেন এমন প্রশ্নে সাঙ্গাকারা বলেন, “দলের খেলোয়াড়রা সবাই খেলার মধ্যেই ছিলো। সুতরাং তাদেরকে ম্যানেজ করা খুব একটা কঠিন হবে বলে মনে করছি না। সবাই জানে কার কী কাজ। দলের অনেকের সঙ্গে আগেও মাঠে দেখা হয়েছে। আশা করি দলের সবাই ভালো ক্রিকেট খেলবে। মাঠে সর্বোচ্চ সততা বজায় রাখবে। দলের পরিবেশটাও ভালো হবে। অধিনায়ক হিসেবে এটাই আশা করছি।”

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার মুস্তাফিজের উচ্ছ্বসিত প্রসংসা করেন লঙ্কান লিজেন্ড। বলেন, “আমি মুস্তাফিজকে দেখেছি। অভিষেক সিরিজের প্রথম তিন ম্যাচেই সে ১৩টি উইকেট নিয়েছে। এটা দারুণ ব্যাপার। অসাধারণ খেলেছে সে। সে সব সময় হাসিমুখে থাকে। দলের অন্যরাও দুর্দান্ত। সব  নিয়ে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি।”

বিপিএলের অধিকাংশ খেলা ঢাকাইয় হওয়ায় দলের সমর্থন বেশি পাবেন বলে আশা করছেন সাঙ্গাকারা।

উল্লেখ্য, রোববার চট্টগ্রাম ভাইকিংস এবং রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। একই দিন দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নামছে ঢাকা ডাইনামাইটস।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।