ফরিদপুর শহরে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২১ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ এর নিজ জেলা শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রায় কার্যকর করাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যার পর থেকে শহরের জনতা ব্যাংক মোড়, রাজবাড়ী রাস্তার মোড়সহ গুরুত্বপূর্ণ স্থান এবং প্রধান প্রধান সড়কের উপর পুলিশ, এপিবিএন নিয়জিত রাখা হয়েছে। পরে রাত সাড়ে ৯টার পর বিভিন্নস্থান থেকে অতিরিক্ত পুলিশ উঠিয়ে নেয়া হয়।

শনিবার আবারও প্রধান প্রধান সড়কের উপর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া শহরের বিভিন্নস্থানে মোটরসাইকেল তল্লাশি করছে পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার জামিল হাসান বলেন, যেহেতু মুজাহিদের বাড়ি ফরিদপুর শহরেই সে কারণে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখাছে। মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায় কার্যকরকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছি। কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলে তা ব্যর্থ করে দেওয়া হবে। কেউ যদি সেই স্বপ্ন দেখেন সেই স্বপ্নও ব্যর্থ করে দেওয়া হবে বলেও তিনি জানা। এজন্য ফরিদপুরের আশপাশের জেলা থেকেও পুলিশ ফোর্স এসে পৌছেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও এপিবিএন, র্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবেন বলেও তিনি জানান।

এছাড়া শহরের পশ্চিম খাবাসপুর মুজাহিদের বাড়ির মাওলানা মোহম্মদ আব্দুল বারী সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বসানো হয়েছে। রায় কার্যকরের আগে বা পরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে এই ব্যবস্থা থাকবে বলে জানা যায়।

এস.এম. তরুন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।