আলগা নোঙরে মেকআপ বিহীন নওশাবা!


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২১ নভেম্বর ২০১৫

‘আলগা নোঙর ছবির গল্প ১৯৯০ সালে চট্টগ্রাম বন্দরের একটি ঘটনাকে কেন্দ্র করে। সেখানকার অতি নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। যে মেয়েটি এতিম ও প্রান্তিক শ্রেণির। তাই ছবিতে বাস্তবতা ফুটিয়ে তুলতে মেকআপ ছাড়া কাজ করতে হয়েছে’। বলছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সেইসাথে জানালেন, এই ছবি দিয়েই প্রথমবারের মতো তিনি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ালেন।

নিজের চরিত্র নিয়ে নওশাবা আরো বলেন, ‘গল্পে মেয়েটি তার দাদার কাছেই বড় হয়। সেই মেয়ের জীবনে বিভিন্ন মানুষের সাথে পরিচয় ও তাদের সাথে কাটানো সময়ের ঘটনাগুলো নিয়েই ছবির কাহিনী। চরিত্রটি অতি সাধারণ কিন্তু হৃদয়স্পর্শি।’

আলগা নোঙর ছবিটি সম্পর্কে নির্মাতা ওয়াহিদ তারেক বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র এটি। ছবিটির সম্পাদনার কাজ শেষ পর্যায়ে। ডিসেম্বরের শুরুতে সেন্সরে জমা দেবো। ডিসেম্বরের শেষদিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই।’

এদিকে নওশাবা এর আগে অমিত আশরাফের ‘উধাও’ ছবিতে অভিনয় করেন। আর রুবাইয়াত হোসেনের মুক্তির অপেক্ষায় থাকা ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতেও কাজ করেছেন তিনি। এছাড়া বর্তমানে কাজ করছেন খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’ ছবিতে। এটি মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে আসতে পারে ছবিটি জানালেন নওশাবা।

পাশাপাশি নির্মাতা এন রাশেদ চৌধুরীর পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’ নামে চলচ্চিত্র। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নওশাবা আহমেদকে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।