পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়
পাকিস্তানের বিরুদ্ধে ৪ ম্যাচ সিরিজের টানা তিনটিতে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে জস বাটলারের দ্রুততম সেঞ্চুরি ও জ্যাসন রয়ের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির সুবাদে ৮৪ রানের জয় পায় ইংল্যান্ড।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫৫ রান করে ইংল্যান্ড। ওয়াডেতে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির নিজের রেকর্ড নিজেই ভাঙেন বাটলার। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এর আগে ২০১৪ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাটলার। শেষ পর্যন্ত ১১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ৫২ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কার মার। আর রয়ের ব্যাট থেকে আসে ১০২ রান।
জবাবে ৪০ ওভার ৪ বলে ২৭১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে শোয়েব মালিক ৫২, বাবর আজম ৫১ ও আজহার আলী ৪৪ রান করেন।
ইংল্যান্ডের দুই স্পিনার মঈন আলী ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন বাটলার।
এসকেডি/এমএস