ক্ষমতাকে কাজে লাগাতে হবে : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২০ নভেম্বর ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে সারাবিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। রাজনীতিবিদদের প্রতিটি মুহূর্ত দেশ ও জনগণের সেবা করতে হবে। শুধু ক্ষমতায় থাকলেই হবে না, মানুষের কল্যাণে সেই ক্ষমতাকে কাজে লাগাতে হবে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি মহল দেশকে বিশ্বের দরবারে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই ইচ্ছা বাংলার মানুষ কোনো দিন পূরণ হতে দিবে না।

এ সময় জনগণের বিরুদ্ধে কাজ না করতে বিএনপির প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের এ মন্ত্রী।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক শাহ মশাহিদ আলী, উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।