ফটিকছড়িতে মদসহ দুই নারী আটক


প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২০ নভেম্বর ২০১৫

চট্টগ্রামের ফটিকছড়িতে এক হাজার লিটার চোরাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ভূজপুর থানাধীন জঙ্গল হারুয়ালছড়ি এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদের আটক হয়।

আটকরা হলেন- লিটন রায় এর স্ত্রী টুনি রায় (২০) ও সুনিল রায়ের স্ত্রী যমুনা রায় (২৬)। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুব আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদে জানতে পারি শুক্রবার এক হাজার লিটার মদ জঙ্গল হারুয়ালছড়ি থেকে সিতাকুন্ড উপজেলায় পাচার হচ্ছে। অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদের হারি ও ড্রাম রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে এলাকার লিটন রায়, সুনিল রায়, আরতি রায় ও সুরঞ্জিত এর ঘরে তল্লাশি চালিয়ে মদ তৈরির সরঞ্জাম, বাশি ভাত, ড্রামসহ ১ হাজার লিটার মদ জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, প্রতি রাতেই জঙ্গল হারুয়ালছড়ি থেকে সিতাকুন্ড হয়ে চট্টগ্রাম মহানগরে মদ পাচার হয়। তাছাড়া আটকদের ঘরে বসে বিভিন্ন এলাকা থেকে লোক এসে মদ পান করে থাকে।

জীবন মুছা/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।