ছাত্রদলকে অনুষ্ঠান করতে না দেয়ার নিন্দা


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ নভেম্বর ২০১৫

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত আলোচনা করতে না দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার পৃথক পৃথক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশে সত্যিকারের বিরোধী দল বলতে যা বোঝায় তা রাখতে নারাজ। না হলে এই দেশের নাগরিক হিসেবে যে ধরনের গণতান্ত্রিক অধিকার আমাদের ভোগ করার কথা আমরা তার ন্যূনতমও ভোগ করতে পারছি না। আমাদেরকে সমাবেশ করতে দেয়া হচ্ছে না, কথা বলতে দেয়া হচ্ছে না, এমনকি ঘরেও পর্যন্ত থাকতে দেয়া হচ্ছে না।

নেতৃদ্বয় ছাত্রদলকে তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করতে না দেয়ায় বাক স্বাধীনতা হরণের চূড়ান্ত রূপ বলে অভিহিত করেন। এদিকে অপর এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, অনুষ্ঠান করার অনুমতি দিয়ে পরে বাতিল করার এই প্রক্রিয়াটি খুবই নজিরবিহীন। এই অবৈধ সরকার ছাত্রদল এবং তারেক রহমানকে ভয় পায় বলেই আমাদেরকে প্রকাশ্যে অনুষ্ঠান করতে দিতে চায় না। তারা সরকারের এমন আচরণকে গণতন্ত্র হত্যার শামিল বলেই মনে করেন।

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।