লন্ডনে তারেক রহমানের জন্মদিন পালন


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২০ নভেম্বর ২০১৫

কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। দীর্ঘ ৮ বছর পর জন্মদিনে মা বেগম খালেদা জিয়াকে কাছে পেয়েছিলেন তিনি।

যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, দেশে বিরাজিত নির্যাতন ও নিপীড়নমূলক পরিস্থিতি বিবেচনায় শুধু পরিবারের সদস্যদের সাথে একান্তে সময় কাটিয়ে জন্মদিন পালন করেন তারেক রহমান। অনাড়ম্বর পরিবেশে কেবল মায়ের দোয়া ও ভালবাসায় সিক্ত হয় তার জন্মদিনের আনন্দঘন ক্ষণ।

এদিকে বাড়তি আয়োজন ছাড়া দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে তার জন্মদিন পালন করে যুক্তরাজ্য বিএনপি। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে দেশের নির্যাতিত মানুষের জন্য রহমত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে অনাড়ম্বর পরিবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও কয়সর এম আহমেদের পরিচালনায় কেক কাটায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসেনর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, লুৎফর রহমান, মুজিবুর রহমান মুজিব, যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমদ খান, মাহতাব আহমদ, খসরুজ্জামান খসরু, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সায়েম, যুববিষয়ক সম্পাদক হেভেন খান, ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু, আইনজীবী ফোরামের আহবায়ক ব্যারিস্টার তারেক বিন আজিজ ও সদস্য সচিব লিটন আফিন্দি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদল সভাপতি রহিম উদ্দিনও সাধারণ সম্পাদক সোয়ালিহিন করেন চৌধুরী, জাসাস সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামীম আহমদ।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।