১২ হাজারের নতুন সদস্য মাহেলা


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৪

কেরিয়ারের ইতিহাসে মাহেলা জয়বর্ধনে। রোববার হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১৭তম সেঞ্চুরি করার পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজারের মাইলস্টোন পেরলেন মাহেলা।

বিশ্বের পঞ্চম এবং শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন দ্বীপরাষ্ট্রের স্টাইলিশ ব্যাটসম্যান। ১২ হাজারের মাইলস্টোন পেরনোর পথে প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল-হককে (১১,৭৩৯) টপকে যান জয়বর্ধনে।

শেষ পর্যন্ত ১২,০০২ রানের মাথায় থামেন তিনি। ১১৮ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি ও একটি ছয় মারেন মাহেলা। শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১২ হাজারের মাইলস্টোন টপকে যান তিনি। মাহেলার আগে এই কৃতিত্ব অর্জন করেছেন সনৎ জয়সূর্য (১৩,৪৩০) ও কুমার সঙ্গাকারা (১২,৯১৮)। প্রথম দু’য়ে রয়েছেন শচিন টেন্ডুলকার (১৮,৪২৬) ও রিকি পন্টিং (১৩,৭০৪)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।