বিপিএলের উদ্বোধনী : চলছে শেষ সময়ের প্রস্তুতি


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২০ নভেম্বর ২০১৫

জামকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর  পর্দা উঠবে আজ (শুক্রবার)। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।  দেশি বিদেশি অনেক তারকাকে নিয়ে এই অনুষ্ঠানের জন্য শেষ সময়ে চলছে স্টেজ তৈরির কাজ।

ইতোমধ্যেই স্টেজ তৈরির মূল কাজ হয়ে গেছে। স্টেজ তৈরির দায়িত্বে থাকা চ্যানেল নাইনের ডিওপির হেড জানান, আমাদের মূল কাজ শেষ। এখন শুধু শেষ সময়ে সবকিছু পরীক্ষা করে নেয়া হচ্ছে।

BPL-concert

এবারের বিপিএল মাতাবেন বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া বাংলাদেশের শিল্পীরা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ও গান গাইবেন।

বিকেল তিনটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। বিপিএলের মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী মৌ এর নৃত্য পরিবেশন দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। এরপর ৫টায় শুরু হবে ব্যান্ড দল চিরকুট, ৬টায় এলআরবি, সাড়ে ৬ টায় মমতাজ, ৭ টায় গান করবেন বলিউডের কে কে (কৃষ্ণ কুমার)।

BPL-concert

তবে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ রাত ৮টায়। এই সময়ে মঞ্চ মাতাবেন  জ্যাকুলিন ফার্নান্দেজ এরপর বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন।  শেষে জমকালো আতশ বাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।”

উল্লেখ্য, রোববার চট্টগ্রাম ভাইকিংস এবং রংপুর রাইডার্সের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএলের জমজমাট লড়াই।

আরটি/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।