রাজশাহীতে শীতকালীন আয়কর মেলা শুরু


প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

রাজশাহীতে তিন দিনব্যাপি শীতকালীন আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর হেলেনাবাদ এলাকায় কর ভবন প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কর কমিশনার হাফিজ আহমেদ মুর্শেদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও রাজশাহী কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ড. আব্দুল মান্নান শিকদারসহ কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবারের মেলাতে ছয়টি স্টলে টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন সুবিধাসহ গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলা চলবে আগামী শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত।

শাহরিয়ার অনতু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।