জিয়ার মামলার সিবিআই রিপোর্ট চেয়েছে আদালত


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

গজনি ছবিতে অভিনয় করা অভিনেত্রী জিয়া খানের হত্যা মামলায় সিবিআইর তদন্ত রিপোর্ট চেয়েছে মুম্বাইয়ের একটি আদালত। ২০১৩ সালে মুম্বাইয়ে আত্মহত্যা করেন এই তারকা।

বুধবার মুম্বাইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত ছিলেন হিরো ছবির নায়ক সুরুজ পাঁচোলি। এ সময় বিচারক ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মামলার তদন্ত কাজ শেষ করেছে বলেও সিবিআই এখন পর্যন্ত কোন চার্জশিট দাখিল করেনি। আগামি ২০ নভেম্বর এর মধ্যে হত্যা মামলার চার্জশীট দাখিলের নির্দেশ দেন আদালত।’

বলিউড অভিনেত্রী জিয়া খান ২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে আত্মহত্যা করেন বলে ধারনা করা হয়। পরবর্তী তার লেখা একটি চিঠির সুত্র ধরে জিয়ার মা মামলা করেন সম্প্রতি সালমান খান প্রযোজিত হিরো ছবির নায়ক সুরুজ পাঁচোলি বিরুদ্ধে। এই মামলায় তৎকালীন সময়ে গ্রেফতার করা হয় সুরুজকে।

জানা যায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো জিয়া ও সুরুজের। তারপর অবশ্য হাইকোর্ট থেকে জামিন নেন সুরুজ পাঁচোলি।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।