জবিতে রোভার স্কাউটের বার্ষিক কর্মসূচির উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন দিনব্যাপী রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাচ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। এসময় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গাজীপুরস্থ বাহাদুরপুরে রোভার প্রশিক্ষণ কেন্দ্রে ২০ নভেম্বর মহা তাঁবুজলসা এবং ২১ নভেম্বর দীক্ষা ও ব্যাচ প্রদান অনুষ্ঠানে চার শিক্ষকসহ মোট ৯৩ জন রোভার (পুরুষ রোভার-৮০ জন এবং মহিলা রোভার-১৩ জন) সদস্য অংশগ্রহণ করবে।
সুব্রত মণ্ডল/একে/পিআর