সুপারি চুরির অভিযোগে শিশুকে পিটিয়ে জখম
সুপারি চুরির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে মো. মেহেদী হাসান (৫) নামে এক শিশুকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে।
নির্যাতনের শিকার মেহেদী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেদী জুজখোলা গ্রামের মো. জনাব আলী হাওলাদারের ছেলে।
মো. জনাব আলী জানান, তিনি জেলার বিভিন্ন স্থানে মাছ ধরার জাল মেরামত করে সংসার চালান। গত ২১দিন ধরে তিনি কাউখালী উপজেলায় জাল মেরামতের কাজ করছিলেন। মঙ্গলবার সকালে তার ছেলে মেহেদী বাড়ীর পার্শ্ববর্তী হেদায়েতের দোকানে চক কিনতে যায়। এ সময় আরেক দোকানদার আব্দুর রব খান (৪৫) মেহেদীকে ডেকে তার দোকানের পিছনে নিয়ে যায়।
রবের শুকাতে দেয়া সুপারি চুরি করেছে অভিযোগ এনে মেহেদীকে একটি খেজুর গাছের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে তাকে পেটানো হয়। এক পর্যায়ে মেহেদী জ্ঞান হারালে তাকে সেখানে রেখে চলে যায় রব। পরবর্তীতে খবর পেয়ে মেহেদীর মা শিরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি পিরোজপুর সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৬ নম্বরে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিশুর বাবা মো. জনাব আলী বাদী হয়ে বৃহস্পতিবার রবের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
হাসান মামুন/এআরএ/আরআইপি