হরতালে সূচকের সঙ্গে বাড়লো লেনদেন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান করেছে জামায়াতে ইসলামী।
হরতালে দেশের দুই শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনিয়োগকারীদের উপস্থিতিতে স্বাভাবিক নিয়মে শেষ হয়েছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৬ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩০৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৬০ টির আর অপরিবর্তিত আছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৬৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৩৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত আছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকা।
এসআই/এসকেডি