বোমা আতংকে মিসরগামী বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০১৫

বোমার আতংকে মিসরগামী একটি বিমান বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। পোলান্ডের রাজধানী ওয়ারসো থেকে বিমানটি মিসরের অবকাশ কেন্দ্র হুরঘাদায় যাচ্ছিল। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

বুলগেরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একজন যাত্রী বিমানটিতে বোমা আছে বলে দাবি করলে বুর্গাস বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এরপর বিমানটি দ্রুত খালি করে তল্লাশি চালানো হচ্ছে।

বোমা আতঙ্কে এমন এক সময় বিমানটির জরুরি অবতরণ করা হলে যার একদিন আগে বুধবার গত মাসে মিসরের সিনাইয়ে ২২৪ আরোহীবাহী রুশ বিমানটি বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো।

২০১২ সালে বুর্গাস বিমানবন্দরে একটি বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঁচ ইসরায়েলি ও এক বুলিগেরিয়ান নাগরিক নিহত হয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।