গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

অনার্স ১ম বর্ষের ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, রাহেলা সিদ্দিকা, শাহীন আলম প্রমুখ।

বক্তারা বলেন, কলেজ প্রশাসন নামে বেনামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে। অথচ সেই ফির কোনো যথাযথ কার্যকারিতা নেই। বক্তারা অবিলম্বে অতিরিক্ত ফি আদায় বন্ধের আহ্বান জানান।

অমিত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।