বিএনপি সন্ত্রাসীদের ওপর নির্ভরশীল দলে পরিণত হয়েছে


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

বিএনপি সম্পূর্ণরূপে সন্ত্রাসীদের ওপর নির্ভরশীল একটি দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান খান বলেন, বিএনপি ক্ষমতায় যেতে না পেরে দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। তাদের (বিএনপি) রাজনীতির মূল মন্ত্র এখন ‘বাই দ্যা টেররিস্ট, অফ দ্যা টেররিস্ট, ফর দ্যা টেররিস্ট’।

বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রসঙ্গে তিনি বলেন, যারা ইতিহাসের এই ঘৃন্য ব্যক্তিদের রায়ে উল্লাস প্রকাশ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাতিকে কলঙ্ক মুক্ত করতে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর।

খালেদা জিয়া পরাজিত সৈনিক হয়ে ঘরে যাওয়ায় এবং সাধারণ জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করায় তারা ভীত হয়ে গেছেন বলেও মন্তব্য করেন শাহজাহান খান।

খালেদা জিয়া আর কখনই দেশে ফিরবেন না এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) স্বেচ্ছায় নির্বাসনে চলে গেছেন। জাতির কাছে তিনি আজ বড় অপরাধী।

ব্লগার, প্রকাশক, লেখক, পুলিশ ও লেখক এবং টিআইবি ও অ্যামিনেস্টির বক্তব্য একই সূত্রে গাঁথা উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যেন কেউই স্বাধীনতাবিরোধী বক্তব্য দিতে সাহস না পায়।

আয়োজক সংগঠনের সভাপতি মনির আহমদ মনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান, এশিয়ান গ্রুপের চেয়াররম্যান মো. হারুন-উর-রশিদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।

এএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।