কোকা-কোলা খাবার উৎসব
দেশের জনপ্রিয় পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। ব্র্যান্ডটি হাজারও খাবারপ্রেমীদের জন্য আয়োজন করতে যাচ্ছে দারুণ এক উৎসবের। ৩০টি ফুড ব্র্যান্ড, ১২টি ফুটবল দল, ৫টি মিউজিক ব্যান্ড নিয়ে এই আয়োজনের নাম ‘কোকা-কোলা ফুডিস নভেম্বর ফেস্ট’।
আগামী ২০ ও ২১ নভেম্বর বনানীর বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত হবে খাবারপ্রেমীদের জন্য বছরের সেরা আয়োজন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, পিৎজা, বার্গার, বিরিয়ানি, ইন্ডিয়ান খাবার, থাই খাবার, নানা রকম ডেজার্ট ও আইসক্রিমসহ নানারকমের দেশি খাবারের আয়োজন থাকছে এই ফুডিস নভেম্বর ফেস্টে। যারা খাবার নিয়ে ভীষন খুঁতখঁতে তারাও এখানে এসে পছন্দের খাবার খুঁজে পাবেন।
খাবারের পাশাপাশি থাকবে দুই দিনব্যাপি ফুটবল ম্যাচ। প্রথমদিন বিভিন্ন দলগুলোর মধ্যে খেলা হবে এবং পরের দিন হবে নির্বাচিত ফাইনাল দল দু’টির খেলা। ফুটবল দলগুলোর পৃষ্ঠপোষকতায় থাকছে বিভিন্ন অংশগ্রহণকারী রেস্টুরেন্ট।
প্রথমবারের মতো এবার থাকছে হোম শেফ ফেস্ট। ফেসবুকে একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত খাবারপ্রেমীরা এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এই কনটেস্টে থাকছে দেশি খাবার তৈরি নিয়ে মিস্ট্রি ব∙ চ্যালেঞ্জ, প্রেসার টেস্ট এবং চ্যাম্পিয়নশিপ পিন চ্যালেঞ্জ। প্রতিযোগীদের তৈরি করা খাবার কতটা সুস্বাদু হয়েছে তার উপর ভিত্তি করে বিচারকগণ খুঁজে বের করবেন সেরা বিজয়ীকে।
সারাদিন খাওয়া-দাওয়া, ফুটবল, রান্না- সবাকছুর পর খাবারপ্রেমীদের জন্য চমৎকার গান নিয়ে রাত ৯টা পর্যন্ত থাকছে মিনার্ভা, আরবোভাইরাস, বিভিষীকাসহ আরও অনেক নামকরা ব্যান্ডদলের পরিবেশনা।এছাড়াও থাকছে ফটো বুথ, খাবারপ্রেমী ও বাচ্চাদের জন্য ফান জোন এবং ফ্রি ওয়াই-ফাই।
এই আয়োজন নিয়ে কোকা-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, জনাব শাদাব খান বলেন, ‘কোকা-কোলা এমন একটি ব্র্যান্ড যা সবসময় খুশি ও বন্ধুত্ব ছড়িয়ে দিতে কাজ করে। এবার খাবারপ্রেমীসহ সকলে তাদের পরিবার ও বন্ধুদের সাথে তাদের প্রিয় খাবার উপভোগ করার পাশাপাশি কিছু ভালো সময় কাটানোর জন্যই ‘কোকা-কোলা ফুডিস নভেম্বর ফেস্ট’র আয়োজন।’
কোকা-কোলা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সর্বত্র হাজার হাজার ভোক্তার কোমল পানীয়ের চাহিদা মিটিয়ে আসছে। কোকা-কোলার প্রধান পণ্যসমূহের মধ্যে রয়েছে- কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফানটা ও কিনলে সোডা।
এলএ/পিআর