অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৮ নভেম্বর ২০১৫

বার্ধক্যজনিত কারণে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন ফ্রাঙ্ক লয়ি। সকারু ফুটবল ফেডারেশনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লয়ি`র ছেলে স্টিভেন।

অস্ট্রেলিয়া ফুটবলের উন্নয়নে বিশেষ অবদান রয়েছে ৮৫ বছর বয়সী `গডফাদার` খ্যাত ফ্রাঙ্ক লয়ি`র। লয়ি`র হাত ধরেই সকারুদের ফুটবল প্রতিষ্ঠা পায়। তার নেতৃত্বে ১৯৭০ সালে জাতীয় সকার লিগ চালুর পর অস্ট্রেলিয়া ফুটবলে গতি আসে।

২০০৩ সালে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্ব পান লয়ি। সর্বশেষ পরের তিনটি ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলে সকারুরা। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধানের নতুন দায়িত্ব পেয়েছেন লয়ি`র ছেলে স্টিভেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।