ব্রাজিলে জরুরি অবস্থা জারি


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৮ নভেম্বর ২০১৫

লোহার খনির বর্জ্য ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় ব্রাজিলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির দুই শতাধিক শহরে বর্জ্য ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

মিনাস গেরেইস রাজ্য সরকার জানিয়েছে, মারিয়ানার সামারকোতে ১২ দিন আগে  আকরিক লোহা খনিতে দুটি বাঁধ ধসে পড়ার পর ভয়াবহভাবে বর্জ্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পার্শ্ববর্তী বেন্তো রদরিগুয়েজ গ্রামের বাসিন্দারা খাবার পানির তীব্র সংকটে পড়েছে। এ ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরো অন্তত ১৫ জন।

বিশ্বের বৃহত্তম খনি কোম্পানি অস্ট্রেলিয়ার বিএইচপি বিলিটন ও ব্রাজিলের কোম্পানি ভেল যৌথভাবে বৃহত্তম এই আকরিক লোহা খনি সামারকোর মালিক। ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মাইনাস গেরাইস ও পার্শ্ববর্তী রাজ্য এসপিরিতো সান্তোয় হলদেটে কাদার স্রোতের কারণে মৌসুমি ফসল ধ্বংস হয়েছে।

দেশটিতে আগামী ছয় মাস জরুরি অবস্থা জারি থাকবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।