এগিয়ে গেল ইংল্যান্ড


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ২০৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

২০৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে অ্যালেক্স হালস ও মরগান মিলে ৬০ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৬ রান এলেও পঞ্চম উইকেট জুটিতে টেলর ও বাটলার মিলে অপরাজিত ১১৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

৬৭ রানে অপরাজিত থাকেন টেইলর। তার ৬৯ বলের ইনিংসটি ৬টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। টেইলরের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১১৭ রানের জুটি উপহার দেয়া বাটলার অপরাজিত থাকেন ৪৯ রানে। বল হাতে পাকিস্তানের জাফর ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ইরফান ও মালিক।

এর আগে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পাকিস্তানকে ভালো সূচনাই এনে দিয়েছিলেন। আজহার আলির ৩৬, বাবর আজমের ২২ আর মোহাম্মদ হাফিজের ৪৫ রানের সুবাদে এক সময়ে দলটির সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩২ রান। এরপরই দিক হারায় পাকিস্তান।

আজহার আলী, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের রান আউট দলের বিপদ  আরো বাড়ে। শেষ দিকে ওয়াহাব রিয়াজের অপরাজিত ৩৩ রানের সুবাধে  দুইশ’ পার হয় পাকিস্তানের সংগ্রহ। ৪০ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ক্রিস ওকস।

প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে জয়  পেয়েছিল। এর পর দ্বিতীয় ওয়ানড়ে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড। সে ম্যাচে পাকিস্তানকে ৯৫ রানে হারায় ইংল্যান্ড। ২০ নভেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচ চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।