অন্যের হয়ে পরীক্ষা দেয়ায় ইবি শিক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার দ্বিতীয় দিনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে শরিফুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, পরীক্ষার দ্বিতীয় দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষা দিতে এসে আটক হয় এক শিক্ষার্থী। আটক শরীফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার রোল ১৩০৯০২২। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আবারো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিয়মে সাজা দেয়ার রায় দিয়ে ছেড়ে দেয়।

এরই ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটি সোমবার রাতে এক জরুরি মিটিং শেষে তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেন। এসময় মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহকারী প্রক্টর আসাদুজ্জামান, মুহিত হাসান, শামিম হোসেনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

"
পরে নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটি। একইসঙ্গে ওই ছাত্রকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে একটি কারণ দর্শানো নোঠিশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বার্থে কাউকেই ছাড় দিচ্ছি না। আটক হওয়া ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।’

ফেরদাউসুর রহমান সোহাগ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।