দুশ্চিন্তাগ্রস্ত নয় প্রাণবন্ত থাকুন : ডা. কামরুল হাসান


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, দুশ্চিন্তাগ্রস্ত নয়, সব সময় প্রাণবন্ত থাকুন। অফুরন্ত জীবনী শক্তি নিয়ে, হাসি মুখে খুশি মনে দায়িত্ব পালন করুন। তবেই নিজ কর্মস্থল, সমাজ ও দেশ উন্নয়নের দিক থেকে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

মঙ্গলবার ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সিন্ডিকেট মেম্বার, বিশিষ্ট কবি ডা. হারিসুল হক এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. এসএম মোস্তফা জামানকে দেয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, কর্মস্থলের পরিবেশও প্রাণবন্ত রাখতে হবে। একে অন্যে ভালোবাসা, আবেগ-অনুভূতি, দুঃখ-কষ্ট শেয়ার করার মানসিকতা থাকতে হবে। একে অন্যকে জানতে হবে।

কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান ক্লিনিক্যাল কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক।

অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অধ্যাপক সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদ, ডা. দিপল কৃষ্ণ অধিকারী, ডা. মো. রসুল আমিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডা. মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. জাহানারা আরজু।

এমইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।