জয়ের খোঁজে আর্জেন্টিনা


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৭ নভেম্বর ২০১৫

বিশ্বকাপ বাছাই পর্বের তিন-তিনটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। অথচ এখনো আসেনি সেই আরাধ্য জয়! এবার সেই অধরা জয়ের লক্ষ্য নিয়েই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে আজও দলে থাকছে না মেসি-আগুয়েরো-তেভেজের মতো তারকারা। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায়।

নিজেদের ডেরায় ব্রাজিলের বিপক্ষে দারুণ খেলেছে আর্জেন্টিনা। কিন্তু ভাগ্য সহায় হয়নি বলে মেলেনি জয়ের দেখা। স্বাভাবিকভাবেই আজ কলম্বিয়াকে দিয়ে সেই তৃষ্ণা মেটাতে চাইবে তারা। কিন্তু প্রতিপক্ষও যে বেশ শক্তিশালী দল! কেননা, আগের ম্যাচে তারা ফর্মের তুঙ্গে থাকা চিলির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে। তার ওপর স্বাগতিক দেশ হওয়ায় বাড়তি সুবিধা পাবে দলটি।

আর্জেন্টিনার কোচ মার্টিনোও কলম্বিয়াকে দেখছেন সমীহের চোখে। তবে আরাধ্য জয়টি তাদের বিপক্ষেই পেতে চান বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে তিনি আরও বলেন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের ম্যাচ থেকে ভিন্ন হবে। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা অনেক বেশি আক্রমণ শানাবে। তবে ম্যাচের লাগাম নিজেদের হাতেই রাখতে চাই আমরা।

আর্জেন্টিনাকে সমীহ করেই কলম্বিয়ান মিডফিল্ডার এডউইন কার্ডোনা বলেন, এটি একটি কঠিন ম্যাচই হতে যাচ্ছে। আর কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কী করতে হবে, সেটা আমাদের জানা আছে। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাদের মোকাবেলা করতে চাই।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।