আফসানা মিমির ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৬ নভেম্বর ২০১৫

চলচ্চিত্র ও টেলিভিশন নিয়ে গবেষণা ও প্রশিক্ষণের জন্য ফিল্ম ইনস্টিটিউট চালু করতে যাচ্ছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। প্রতষ্ঠানটি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি (BFTA) নামে পরিচিত হবে।

জানা গেছে, আসছে বছরের শুরুর দিকেই এই ইনস্টিটিউটের প্রথম ব্যাচের পাঠদান শুরু হবে। বুধবার, ১৮ নভেম্বর সকাল ১১টায় এই ইনস্টিটিউটের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আরো অনেকেই।

এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘যথাযোগ্য প্রশিক্ষণ ও নির্দেশনার অভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আপডেট হয়ে চলতে পারছে না আমাদের দেশীয় টেলিভিশন ও চলচ্চিত্র। সে ভাবনা থেকেই জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সমৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অবদান রাখার উদ্দেশ্য নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এই শিক্ষালয় ইতিবাচক ভূমিকা রাখবে নতুন শিল্পী ও নির্মাতা তৈরিতে।’

বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমির কার্যালয়ে (বাড়ি ৯৪, সড়ক ১, সেক্টর ১২, উত্তরা) বুধবার সকাল ১১টায় এই ইনস্টিটিউটের উদ্বোধন হবে। এ সময় এর সম্পর্কে সবাইকে জানানো হবে বলে জানান মিমি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।