প্যারিসে হামলার পরিকল্পনা হয় সিরিয়ায়


প্রকাশিত: ০৯:১১ এএম, ১৬ নভেম্বর ২০১৫

প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ হামলার পরিকল্পনা সিরিয়ায় বসে করা হয়েছিল বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। একই সঙ্গে ফ্রান্স এবং ইউরোপে আরো হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। খবর বিবিসির।

ম্যানুয়েল ভালস বলেন, সোমবার সকাল পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে তল্লাশি চালানো হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ৯ জনকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার ফ্রান্সের একটি কনসার্ট হল, বার, রেস্তোঁরা ও একটি স্টেডিয়ামের পাশে প্রায় কাছাকাছি সময়ে হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলায় ১২৯ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় ৭ হামলাকারীও নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা।

এ ঘটনার দুদিন পর রোববার রাত থেকে সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ফরাসি যুদ্ধবিমান। বার্তাসংস্থা এএফপিকে ম্যানুয়েল ভালস বলেন, শুধু ফ্রান্স নয় ইউরোপের অন্যান্য দেশেও এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওই হামলার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে দেশটিতে। হাজার হাজার অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যকে প্যারিসের রাস্তায় টহল দিতে দেখা গেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।