বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন
বাংলাদেশ শিবিরে চতুর্থ আঘাত হেনেছে জিম্বাবুয়ে। সাব্বির রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন গ্রায়েম ক্রেমার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান। এনামুল হক বিজয় ৩১ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন নাসির হোসেন।
এর আগে বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই ফিরিয়েছেন দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক।
প্রায় চার বছর পর টি-টোয়ান্টি দলে ফেরা ইমরুল কায়েসকে ফিরিয়েছেন তেনদাই চিসোরো। তবে এই আউটে দারুণ ভূমিকা ছিল শেন উইলিয়ামসের। ঝাপিয়ে পরে দারুণ এক ক্যাচ ধরে ইমরুলকে সাজঘরমুখি করেন তিনি।
ওপেনার তামিম ইকবালকে হারিয়ে প্রথম উইকেট পতন ঘটে বাংলাদেশের। মাদজিভার বল লং অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন এই দেশ সেরা ওপেনার। ব্যাটে বলে ঠিক ভাবে সংযোগ না হওয়ায় লং অনে চিগুম্বুরার হাতে ধরা পরে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। আউট হবার আগে ১৫ বলে ১টি চার এবং ২টি ছক্কার সাহায্যে করেছেন ২১ রান।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তিনদাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
আরটি/এমআর