নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিলাসহ সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কাচন মিয়ার স্ত্রী ছফিনা বিবি (৪০) এবং একই গ্রামের আফছর উল্লাহর স্ত্রী মখলিছ বিবি (৬০) ও আব্দুল হান্নানের ছেলে সুফিয়ান মিয়া (২২)।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমানসহ নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা থেকে সিলেটমুখী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-প ১৪-৮৬৯০) উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁওস্থ দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে (হবিগঞ্জ-থ-১১-৫৬৮৪) ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছফিনা বিবি (৪০) ও মখলিছ বিবি (৬০) ঘটনাস্থলেই মারা যান।
পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সুফিয়ান মিয়া (২২) মারা যান। দুর্ঘটনায় আহত আরো দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মামুন পরিবহনের বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর