বাংলাদেশের তরুণ ফুটবলারদের পাশে ওয়েস্টহাম ইউনাইটেড


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশের তরুণ ফুটবলারদের দক্ষতা বৃদ্ধিতে জন্য কাজ করতে চায় ব্রিটেনের বিখ্যাত ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেড। শনিবার রাতে সিলেটে ক্যানরি ওয়ার্ফ ইউকে-বাংলা ফুটবল একাডেমি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন আশ্বাস দিলেন ওয়েস্টহাম ইউনাইটেড ফাউন্ডেশন ইউকে’র সিইও মি. জোসেফ লিওন।

বাংলাদেশের তরুণ ফুটবলারদের প্রশংসা করে মি. লিওন বলেন, এদশের ফুটবলের উন্নয়নে মাঠ সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।

মি. জোসেফ লিওন এর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. জামাল উদ্দিন আহমেদ, ক্যানেরী একাডেমির প্রতিষ্ঠাতা ও মূখ্য কর্মকর্তা জাকির খাঁন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিমধ্যে ক্যানেরি একাডেমির অনেক খেলোয়ার জাতীয় দল ও বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছে। আগামী বছর একাডেমির বর্তমান ব্যাচের ২৪জন প্রশিক্ষনার্থী ফুটবলার ওয়েস্টহাম ইউনাইটেড ক্লাবে প্রশিক্ষণের সুযোগ পাবে বলে জানান একাডেমির কর্মকর্তারা।

ছামির মাহমুদ/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।