ঠাকুরগাঁওয়ে সুফিয়া কামাল ফেলো সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৪ নভেম্বর ২০১৫

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সুফিয়া কামাল ফেলো ও ঠাকুরগাঁও এনজিও সেল এর আয়োজনে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো সুফিয়া কামাল ফেলো সম্মেলন ২০১৫।
 
শনিবার স্টেপস টুয়ার্ডস ডেভলোপমেন্ট ঢাকার সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ উপলক্ষে দিনব্যাপি এক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় ঠাকুরগাঁও সুফিয়া কামাল ফেলোর সভাপতি মনোয়ারা বেগম লিলির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার প্যারিস, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান প্রমুখ।

সম্বেলনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দুই শতাধিক নারী রাজনৈতিক কর্মী, ফেলো সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  

রবিউল এহসান রিপন/এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।