অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ডোপিং কেলেঙ্কারি দায়ে অলিম্পিক গেমসসহ সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়াকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)।শুক্রবার তাদের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার সকল এথলেটদের ওপর অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা থাকবে। তারা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এমনকি ২০১৬ সালের ব্রাজিল অলিম্পিকেও তাদের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।

এর আগে গত সোমবার অ্যাথলেটিকসে ডোপিং নিয়ে তদন্তকারী আন্তর্জাতিক সংস্থার (ডব্লিউএডিএ) এক কমিশন `রাশিয়ায় অ্যাথলেটদের মধ্যে নিষিদ্ধ ওষুধ গ্রহণের ব্যাপারটি তাদের ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে` বলে মন্তব্য করে।

রাশিয়ায় অব্যাহতভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিং করা হয় বলেও উঠে আসে কমিশনের প্রতিবেদনে। ওই প্রতিবেদন আমলে নিয়েই রাশিয়াকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা।

আইএএএফ এর প্রেসিডেন্ট সিবাস্তিয়ান কো বলেন, এটা খুবই লজ্জার বিষয়।এ ধরনের প্রতারণা সহ্য করা হবে না। আমরা খুবই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। রাশিয়াকে বাদ দেয়ার বিষয়ে ভোট নেয়া হয়। ২৪টি ভোট রাশিয়াকে নিষিদ্ধ করার পক্ষে পড়ে।
 
বহিষ্কারাদাশকে `সাময়িক` হিসেবে বর্ণনা করে এটি সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো।

জেডএইচ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।