ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র


প্রকাশিত: ০২:২৮ এএম, ১৪ নভেম্বর ২০১৫

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এই ম্যাচে প্রথমার্ধের আধ ঘণ্টা নিয়ন্ত্রণ করার পর আর্জেন্টিনাকে এগিয়ে দেন এসেকিয়েল লাভেজ্জি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা ব্রাজিলকে সমতায় ফেরান লুকাস লিমা। খেলার বাকি সময়ে কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি ১-১ এ ড্র হয়।

ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়ে ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইসকে। তবে অতিরিক্ত সময়ে কোনো বিপদে পড়তে হয়নি সফরকারীদের।

উল্লেখ্য, রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। আর চিলির কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।

এআরএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।